গোমস্তাপুরে মাজারের জায়গা দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কামারপাড়া এলাকার বাবা হযরত করমদি (রাঃ)-এর মাজারের মাটি অবৈধভাবে দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাজার কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
মাজার প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিমুল হকসহ অন্যান্যরা।
সম্মেলেন অভিযোগ করা হয়, কামারপাড়া নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাজারের মাটি দখলের জন্য তৎপরতা চালিয়ে আসছে। তৎপরতার অংশ হিসেবে অবৈধভাবে মাটি দখল করে অবকাঠামো নির্মাণের চেষ্টা করছেন। এর ফলে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সাংবাদিক সম্মেলনে মাজারের জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে, এব্যাপারে নজরুল ইসলামের ছেলে জাকির হোসেন অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেছেন, ‘ আমরা কারো মাটি দখল করে বাড়ি বানাচ্ছিনা। আমাদের কাছে আমাদের জমির বৈধ কাগজ পত্র রয়েছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৯

,