শিবগঞ্জে ক্যান্সার কিডনি রোগীদের মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীরা মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলার মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজনে রোগীদের মাঝে চেক প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহদাত হোসেন খুররম।
অনুষ্ঠানে ৭২ জন ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীকে ৫০ হাজার টাকা করে ৩৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ৫৬ জন দুস্থ মেধাবী শিক্ষার্থীকে ৯ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪ হাজার টাকা এবং পদ্মা নদী ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে প্রায় ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এরআগে শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে ভিুক পূনর্বাসন কর্মসূচীর আওতায় পেশাদার ভিুকদের মাঝে উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২২-১২-১৮

,