জেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। সমাবেশে অন্যান্যের মাঝে রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. খাইরুল ফেরদৌস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর ।
সমাবেশ থেকে দুর্নীতি প্রতিরোধে সমাজের সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। শেষ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দুর্নীতিবিরোধী শপথ গ্রহন করান জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

শিবগঞ্জ 
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান ‘জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলাম, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা স্কাউটসহ অন্যরা।
গোমস্তাপুর 
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান  “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধ দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একটি র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আক্তার আলী কচি খাঁন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  নুরুন নেসা বাবলী, উপজেলা প্রেসকাব সভাপতি আতিকুল ইসলাম আযম সহ অন্যরা। পরে বির্তক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরকার বিতরণ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১২-১৮

, ,