শিবগঞ্জে নৌকার প্রার্থীর জন্য ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুল হক

আপনারার যেভাবে ২০০৮সালে আমাকে নৌকায় ভোট দিয়ে সংসদ সদ¯্য ও প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ  দিয়ে পল্লীবিদ্যুৎ, রাস্তাঘাট নির্মান ও সংস্কার, স্কুল কলেজ এমপিওভুক্ককরণ, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন,বেকার সমস্যার সমাধান সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নের সুযোগ  করে দিয়েছিলেন ঠিক সেভাবে আগামী ৩০ডিসেম্বর সংসদ নির্বাচনে মহাজোটের পক্ষে আওয়ামীলীগের প্রার্থী আমার ছোট ভাই   ডাক্তার সামিল উদ্দিন আাহমেদ শিমুলকে  নৌকা  প্রতীকে ভোট দিয়ে শিবগঞ্জের উন্নয়নের ধারাকে  অব্যাহত রাখতে ও এক শ্রেণীর দূবৃত্তদের দ্বারা অশান্ত শিবগঞ্জকে   শান্তির জনপদ হিসাবে  করে গড়ে তুলতে সহযোগিতা করবেন। বিএনপি নেতা অধ্যাপক শাহাজাহান আলি মিঞা পর পর ৬বার সংসদ সদস্য  নির্বাচিত হয়ে শিবগঞ্জের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন না করে উন্নয়ন না করে ধোকা দেয়ার মাধ্যমে শুধু নিজের আখের গুছিয়েছে  এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে শান্ত শিবগঞ্জকে শান্ত করে তুলেছে।যার প্রমান আপনারা বর্তমান সরকারের ১০বছরের  উন্নয়ন দেখলেই জানতে পাবেন।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ মনাকষা ইউনিয়ন শাখার আয়োজনে মনাকষা বাজারে   মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান মধূর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সারওয়ার জাহান শেরফারেন সঞ্চলনায় এক পথ সভায়   বিশেষ অতিথির ভাষনে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার (অব:) মুক্তিযোদ্ধা এনামুল হক এ কথা বলেন।
তিনি আরো বলেন আপনারা বিগত  ২০/২৫বছরের উন্নয়নের চিত্র দেখলে বুঝতে পারবেন যে গত ৫বছরে যে শিবগঞ্জসহ সারা দেশে রাস্তাঘাট, ব্রীজ,  নির্মান, শিক্ষার মান উন্নয়ন, মহিলাদের কর্মস্থান ও দু:স্থ অসহায় মহিলাদের  বিভিন্ন ধরনের ভাতা ও পুরুষ বয়স্কদের ভাতাসহ বিভিন্ন ধরনের উন্নয়ন অনেক গুণ বেশী। তাই আপনাদের নিকট আবারো অনুরোধ আপনারা ছোট ভাই  ডাক্তার শিমুলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে একদিকে শিবগঞ্জের উন্নয়নের  ধারাকে অব্যাহত  রাখনু।
পথসভায় বাক্তব্য রাখেন আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা মরহুম ডাক্তার মইন উদ্দিনের  সন্তান  ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও গবেষণা বিষয়ক  সদ¯্য প্রকৌলশী মাহাতাব উদ্দিন, জেলা  আওয়াম-ীলীগের সিনিয়র সহসভাপতি ও  থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা শাহাদাত হোসেন খুররম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম,রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যাপক মোকবুল হোসেন, শিবগঞ্জ পৌর মেয়র এ আর আজরী এম কারিবুল হক রাজিন, শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান, শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রীর ছোট ভাই নিজামুল হক রানা,। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কুষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ  বঙ্গবন্ধ’ পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৭-১২-১৮

,