শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে শহরের হুজরাপুর ও শিবতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর খালঘাট মহল্লার মৃত গুলজার আলীর ছেলে মো. আইয়ুব আলী (৫৫), তার ছেলে মিলন (২৬), শিবতলা পন্ডিতপাড়া মহল্লার শাহজাহান পন্ডিতের ছেলে মো. আব্দুল্লাহ (৪০) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত মেসের আলীর ছেলে আলম (৪৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে আনারুল (৪৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম জানান, শুক্রবার রাতে শহরের হুজরাপুর ও শিবতলা এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ একাধিক মামলার আসামী জামায়াত কর্মী আইয়ুব আলী, শিবির কর্মী মিলন ও নবাবগঞ্জ কলেজের শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ এবং সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামী বিএনপি কর্মী আলম ও আনারুলকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১১-১৮
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর খালঘাট মহল্লার মৃত গুলজার আলীর ছেলে মো. আইয়ুব আলী (৫৫), তার ছেলে মিলন (২৬), শিবতলা পন্ডিতপাড়া মহল্লার শাহজাহান পন্ডিতের ছেলে মো. আব্দুল্লাহ (৪০) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত মেসের আলীর ছেলে আলম (৪৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে আনারুল (৪৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম জানান, শুক্রবার রাতে শহরের হুজরাপুর ও শিবতলা এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ একাধিক মামলার আসামী জামায়াত কর্মী আইয়ুব আলী, শিবির কর্মী মিলন ও নবাবগঞ্জ কলেজের শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ এবং সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামী বিএনপি কর্মী আলম ও আনারুলকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১১-১৮