নাচোলে হটাৎ ডায়রিয়া একজনের মৃত্যু
স্থানীয়রা জানায়, গত সোমবার থেকে নাচোলের বিভিন্ন এলাকায় হটাৎ করে ডায়রিয়া দেখা দেয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগির ভীড় বাড়তে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত ৩ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন রোগি ভর্তি হয়েছেন। সূত্র জানিয়েছে ব্যাপক সংখ্যক ডায়রিয়ায় আক্রান্ত রোগির চিকিৎসা সেবা দিতে হিমসীম খাচ্ছেন চিকিৎসকরা।
এদিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী মধু দু’দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এখানে তার অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে যাওয়ার পথে সে মারা যায়।
অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগিদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতাল থেকে কলেরা স্যালাইন সরবরাহ পাওয়া যাচ্ছেনা। তবে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাইফুল ফেরদৌস পর্যাপ্ত স্যালাইন সরবরাহ আছে উল্লেখ করে জানান, মঙ্গলবার জরুরী ভিত্তিতে নাচোল হাসপাতালে ৪’শ ব্যাগ কলেরা স্যালাইন পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-১০-১৮