নাচোলে তিনদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা’ ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই স্লোগান কে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। নাচোল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হোদা।
উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, উপজেলা সহকারি মাধ্যমিক কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ।
মেলায় উপজেলার সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি এনজিওসহ ১৩টি স্টল অংঃশ নেন। মেলা চলাকালিন প্রতিদিন সন্ধ্যার সময় উপজেলা চত্বরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ০১-১০-১৮

,