শিবগঞ্জে মাটিতে পুঁতে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চরহাসানপুর গ্রামের গাইপাড়া এলাকা থেকে শনিবার রাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বর্ডার গাড ব্যাটালিনের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর বিওপির সুবেদার আব্দুল খালেক এর নেতৃত্বে শিবগঞ্জের গাইপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় মাটির নিচে লুকানো অবস্থায় পৃথক ৫টি স্থানে মাটি খুড়ে ২ হাজার করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি’র প্রেস নোটে আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

এদিকে বিজিবি’র অপর অভিযানে একই এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ কাজল হোসেন (২০) নামে একজনকে আটক করে। আটক কাজল শিবগঞ্জে চরহাসানপুর (গাইপাড়া) এলাকার সোহরাব হোসেনের ছেলে।

,