র্যাবের মাদক বিরোধী অভিযানে ২৮ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে জেলার বিভিন্ন মাদক স্পটে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত র্যাবের মাদক বিরোধী অভিযানে ২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ীকৈ আটক করেছে র্যাব। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে ১। নাছির আলী (২৮), পিতা-মৃত হোসেন মন্ডল, সাং-মহারাজপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ২। আব্দুল আলিম (৩৫), পিতা-মৃত আফসার আলী, সাং-লাগাদপাড়া, থানা-শিবগঞ্জ, উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। রয়েল আলী (২৪), পিতা-নকির আলী, সাং-বাচ্চুর মোড়, থানা-চন্দ্রিমা, জেলা-রাজশাহী, ৪। আঃ আহাদ (২০), পিতা-সেরাজুল ইসলাম, সাং-টিকরামপুর, ৫। রেজাউল (৩৮), পিতা-এলাম উদ্দিন, সাং-পোলাডাঙ্গা, ৬। জাহাঙ্গীর (৩৮), পিতা-মৃত সামছু উদ্দিন, সাং-পোলাডাঙ্গা, ৭। ছনিউল ইসলাম (২৬), পিতা-আনারুল ইসলাম, সাং-লাহারপুর, ৮। জনি (৩৫), পিতা-সায়েদ আলী, সাং-জিয়ানগর, ৯। হাসমত আলী (৩৫), পিতা-মৃত আঃ সাত্তার, সাং-উদয়ন মোড়, ১০। আঃ ওয়াহেদ (৪৫), পিতা-ওহাব আলী, সাং-হুজরাপুর, ১১। মারুফ (২২), পিতা-মৃত হোসেন, সাং-গনকা বাগানপাড়া, ১২। তছলিম উদ্দিন (২৯), পিতা-জাহাঙ্গীর আলী, সাং-কালীগঞ্জ বাবুপাড়া, ১৩। সোহেল (৩৮), পিতা-লূৎফর রহমান, সাং-পিটিআই বস্তি, ১৪। শরিফুল (৩৫), পিতা-মৃত গাজুলী, সাং-লক্ষীপুর, ১৫। দুরুল (৩৫), পিতা-মৃত জাইদুল ঘোষ, সাং-লক্ষীপুর, ১৬। রঞ্জু (৩৫), পিতা-আজিজুল, সাং-লক্ষীপুর, ১৭। সেলিম (২৭), পিতা-বিচারত আলী, সাং-লক্ষীপুর, ১৮। খায়রুল ইসলাম (৩৬), পিতা-হাবিবুর রহমান, সাং-আরামবাগ, ১৯। রাব্বি (২১), পিতা-রফিকুল ইসলাম, সাং-আরামবাগ, ২০। সেলিম (৪০), পিতা-লিয়াকত আলী, সাং-আরামবাগ, ২১। শরিফ (২২), পিতা-কালু, সাং-পিটিআই বস্তি, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ২২। ইজাবুর রহমান (৩০), পিতা-মৃত গেদু মন্ডল, সাং-গাজীপুর, ২৩। বাবু (২৬), পিতা-মৃত সাদেকুল, সাং-বালিয়াদিঘী, ২৪। আব্দুল হালিম (৩০), পিতা-তাজিরুল, সাং-বালিয়াদিঘী, ২৫। তরিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত তৈয়মুর রহমান, সাং-বাবুপুর, ২৬। রুবেল (৩৫), পিতা-রফিকুল ইসলাম, সাং-বালিয়াদিঘী, সর্ব থানা-শিবগঞ্জ, ২৭। আঃ খালেক (৪৪), পিতা-মৃত আঃ আজিজ, সাং-মকরমপুর, থানা-গোমস্তাপুর, ২৮। কালু (৩০), পিতা-মফিজ উদ্দিন, সাং-লাতোড়, থানা-শিবগঞ্জ।
র্যাব জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক স্পটে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও ব্যবসার দায়ে ২৮ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে অভিযানে আটক হওয়াদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃত আসামীদের মধ্যে ০১ নং আসামীকে ০২ মাসের, ২নং আসামীকে ৪০ দিনের, ৩নং হতে ২৫নং পর্যন্ত ২৩ জন আসামীকে ০১ মাসের, ২৬নং ও ২৭নং আসামীকে ১৫ দিনের, ২৮নং আসামীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে গাঁজা ১ কেজি ৫০০ গ্রাম, চোলাই মদ-১৫ হাজার লিটার। এ্যাম্পল ইনজেকশন-১৭ টি, গাঁজা কলকি-১৫ টি, গ্যাসলাইটার-১৩ টি, দিয়াশলাই-১৫ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৮
আটককৃতরা হচ্ছে ১। নাছির আলী (২৮), পিতা-মৃত হোসেন মন্ডল, সাং-মহারাজপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ২। আব্দুল আলিম (৩৫), পিতা-মৃত আফসার আলী, সাং-লাগাদপাড়া, থানা-শিবগঞ্জ, উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। রয়েল আলী (২৪), পিতা-নকির আলী, সাং-বাচ্চুর মোড়, থানা-চন্দ্রিমা, জেলা-রাজশাহী, ৪। আঃ আহাদ (২০), পিতা-সেরাজুল ইসলাম, সাং-টিকরামপুর, ৫। রেজাউল (৩৮), পিতা-এলাম উদ্দিন, সাং-পোলাডাঙ্গা, ৬। জাহাঙ্গীর (৩৮), পিতা-মৃত সামছু উদ্দিন, সাং-পোলাডাঙ্গা, ৭। ছনিউল ইসলাম (২৬), পিতা-আনারুল ইসলাম, সাং-লাহারপুর, ৮। জনি (৩৫), পিতা-সায়েদ আলী, সাং-জিয়ানগর, ৯। হাসমত আলী (৩৫), পিতা-মৃত আঃ সাত্তার, সাং-উদয়ন মোড়, ১০। আঃ ওয়াহেদ (৪৫), পিতা-ওহাব আলী, সাং-হুজরাপুর, ১১। মারুফ (২২), পিতা-মৃত হোসেন, সাং-গনকা বাগানপাড়া, ১২। তছলিম উদ্দিন (২৯), পিতা-জাহাঙ্গীর আলী, সাং-কালীগঞ্জ বাবুপাড়া, ১৩। সোহেল (৩৮), পিতা-লূৎফর রহমান, সাং-পিটিআই বস্তি, ১৪। শরিফুল (৩৫), পিতা-মৃত গাজুলী, সাং-লক্ষীপুর, ১৫। দুরুল (৩৫), পিতা-মৃত জাইদুল ঘোষ, সাং-লক্ষীপুর, ১৬। রঞ্জু (৩৫), পিতা-আজিজুল, সাং-লক্ষীপুর, ১৭। সেলিম (২৭), পিতা-বিচারত আলী, সাং-লক্ষীপুর, ১৮। খায়রুল ইসলাম (৩৬), পিতা-হাবিবুর রহমান, সাং-আরামবাগ, ১৯। রাব্বি (২১), পিতা-রফিকুল ইসলাম, সাং-আরামবাগ, ২০। সেলিম (৪০), পিতা-লিয়াকত আলী, সাং-আরামবাগ, ২১। শরিফ (২২), পিতা-কালু, সাং-পিটিআই বস্তি, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ২২। ইজাবুর রহমান (৩০), পিতা-মৃত গেদু মন্ডল, সাং-গাজীপুর, ২৩। বাবু (২৬), পিতা-মৃত সাদেকুল, সাং-বালিয়াদিঘী, ২৪। আব্দুল হালিম (৩০), পিতা-তাজিরুল, সাং-বালিয়াদিঘী, ২৫। তরিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত তৈয়মুর রহমান, সাং-বাবুপুর, ২৬। রুবেল (৩৫), পিতা-রফিকুল ইসলাম, সাং-বালিয়াদিঘী, সর্ব থানা-শিবগঞ্জ, ২৭। আঃ খালেক (৪৪), পিতা-মৃত আঃ আজিজ, সাং-মকরমপুর, থানা-গোমস্তাপুর, ২৮। কালু (৩০), পিতা-মফিজ উদ্দিন, সাং-লাতোড়, থানা-শিবগঞ্জ।
র্যাব জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক স্পটে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও ব্যবসার দায়ে ২৮ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে অভিযানে আটক হওয়াদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃত আসামীদের মধ্যে ০১ নং আসামীকে ০২ মাসের, ২নং আসামীকে ৪০ দিনের, ৩নং হতে ২৫নং পর্যন্ত ২৩ জন আসামীকে ০১ মাসের, ২৬নং ও ২৭নং আসামীকে ১৫ দিনের, ২৮নং আসামীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে গাঁজা ১ কেজি ৫০০ গ্রাম, চোলাই মদ-১৫ হাজার লিটার। এ্যাম্পল ইনজেকশন-১৭ টি, গাঁজা কলকি-১৫ টি, গ্যাসলাইটার-১৩ টি, দিয়াশলাই-১৫ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৮