টয়লেটে পড়া মোবাইল ফোন তুলতে গিয়ে প্রাণ গেল এক শিক্ষার্থীর

টয়লেটে পড়া মোবাইল ফোন তুলতে গিয়ে টয়লেটে পড়ে প্রাণ গেল দশম শ্রেনীর এক শিক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের  কাঞ্চনতলা গ্রামে। নিহত ব্যক্তি হচ্ছে কাঞ্চনতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সোহেল রানা (১৫)।

স্থানীয় ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর জানান, সকাল সাড়ে ৮ টার দিকে সোহেল প্রকৃতির ডাকে টয়লেটে মোবাইল ফোন নিয়ে যায়। টয়লেটে মোবাইল ফোন ব্যাবহার করার সময় হাত থেকে মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়। এ সময় সোহেল মাথা নিচু করে ফোনটি তুলার সময় মাটির তৈরি (কাঁচা পায়খানা) ধসে পড়ে যায়।
 পরে পরিবার ও স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে টয়লেট থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৯-১৮

,