বাইশ পুতুল সার্বজনীন দূর্গা মন্দির কমিটির জন্মাষ্টমী পালন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দেশের বৃহত্তম পুজা মন্ডপ বাইশ পুতুল সার্বজনীন দূর্গা কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন দূর্গা মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাইশপুতুল মন্দির থেকে শুরু হয়ে কালিতলা, হলদার পারা, নতুন বাজার, চুনারি পাড়া, রারঘরিয়া বাজার, কাজীপাড়া, তাঁতীপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাইশপুতুল মন্দিরে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রীযুক্ত প্রণব কুমার পাল, বারঘরিয়া বাইস পুতুল দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত দিলীপ কুমার রায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক দায়িত্ব পরিচালনা করেন বাংলাদেশ সনাতন ফেডারেশন এর সভাপতি ও  বাইশপুতুল মন্দির কমিটির সম্পাদক মৃনাল কান্তি পাল (শান্ত)। এসময় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ সনাতন ফেডারেশন, নিতাই গৌর সংঘ, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ হিন্দু পরিবারের নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৯-১৮