শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লীপুর, চরলীপুর, পাঁকা মধ্যপাড়া, কদমতলা, দণিপাড়া পাঁকা ও নিশিপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন।  এতে উপস্থিত ছিলেন পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী আসলাম হোসেন, ইউপি সচিব এবং বিভিন্ন ওয়ার্ড সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৯-০৯-১৮

,