শিবগঞ্জে খানা-শুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খানা-শুমারি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক ও জেলা শুমারি সমন্বয়কারী সাহাবুদ্দীন সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারি সমন্বয়কারী মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা শুমারি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা। সভায় খানা-শুমারী বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া খানা-শুমারিতে তথ্য দেয়ার জন্য আহবান জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৯-০৯-১৮

,