Business
আন্তর্জাতিক শান্তিদিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শান্তি আমার অধিকার, উগ্রপন্থার বিরুদ্ধে সময় এখন রুখে দাঁড়ার ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তিদিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, হেফজুল উলম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, প্রকৌশলী সাদেকুল ইসলাম, পীস প্রকল্পের জেলা সমন্বয়ক আব্দুল বারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম।
সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রমোটিং এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকশন ফর কাউন্ট্রিং এক্স্িট্রমিজম (পীস) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ-কর্মসূচির আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৯-১৮

Games

Powered by Blogger.

Tags

Categories

Advertisement

Main Ad

International

Auto News

Subscribe Us

Breaking News

Video Of Day

Video Example
Chapainawabganjnews

Popular Posts