চেম্বারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে পিএসসি-জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন বাজারস্থ চেম্বার মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের তালিকাভূক্ত সদস্যর সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করা লক্ষে এই সংবর্ধণা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু, চেম্বারের পরিচালক আলহাজ্ব এ্যাড. লুৎফর রহমান ফিরোজ, মাইনুল ইসলাম, হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেম্বারের সাধারণ সদস্যগণ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের তালিকাভূক্ত সদস্যদের মোট ২৭ জন সন্তানকে সংবর্ধণা দেয়া হয়। এর মধ্যে পিএসসি ১৭ জন, জেএসসি ৮ জন এবং এসএসসি ২ জন।
সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, চেম্বারের সদস্যদের সন্তান পিএসসিতে জিসান এলাহী, মিনহাজুল হক সিদ্দিকী, মেহজাবিন ফাতেমা তাবাসসুম, মাহমুদুল ইসলাম অয়ন, তায়্যিবা তানিকা ইসলাম, জেনিসা জাহান জ্যোতি, ফারহানা আফরিন রিমি, রাদিয়া ইসলাম মৌ, তাসনিম আকতার তৃনা, শারিকা সোরিয়া, মারদিয় রহমান, এনায়েত কবির,  আবিদ হাসান, আরাফার উদ্দিন, সিদরাতুন মুনতাহা সিনি, আশিয়া আফিয়া আজিজ, লাবিয়া আলতাবাশুম। জেএসসিতে আতিকুর রহমান, মাকসুদুল হক সিদ্দিকী, সুমাইয়া খাতুন, সাব্বির হোসেন, অর্থী মন্ডল, হুমায়রা রহমান, মারুফা আক্তার, নূর ইসলাম। এসএসসিতে মনিকা ফারহানা ও নওশিন নাওয়ার।     

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৯-১৮