শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও ১০টি প্রেট্রল বোমাসহ দু’ সহোদর আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার সাতরশিয়া গ্রাম থেকে বিজিবি ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাজিন, চার রাউন্ড গুলি ও ১০টি প্রেট্রল বোমা ও বেশ কিছু জেহাদী বইসহ দু’সহোদরকে আটক করেছে। বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
৫৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শওকত আলীর বাড়ীতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় রান্নঘরের একটি মাচার নিচ থেকে অস্ত্র ও ঘড়ের গাদার নিচ থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়। অভিযানে ১০টি জেহাদী বইও উদ্ধার করা হয়। এঘটনায় বাড়ীর মালিক শওকত আলী (৫০) ও তার ভাই লোকমান আলী (৪৫) কে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছে তাদেরকে প্রতিপক্ষ কেউ ফাঁসাতে অস্ত্র ও গোলাবারুদগুলো তাদের বাড়িতে রেখে দিয়েছে। বিজিবি অধিনায়ক আরো জানান, বিষয়টির সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক দু’ সহোদরকে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৮-১৮

,