ইসলামপুরে চরাঞ্চলবাসীর স্বপ্নের ৩ তলা ভবন বিশিষ্ট পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাধারণ মানুষকে আইনী সহায়তা দিতে অবশেষে ইসলামপুর ইউনিয়নে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্ত কেন্দ্র। চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি এবার আলোর মুখ দেখছে। শনিবার আনুষ্ঠানিকভাবে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক রুহুল আমীন সদস্য সচিব সামিউল হক লিটন সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুর রহমান।
পুলিশের রাজস্ব খাত থেকে ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে গণপুর্ত বিভাগ ৬ তলা ভিত বিশিষ্ট ৩ তলা ভবনের এই তদন্ত কেন্দ্র নির্মাণ করবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-১৮