চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন

পুলিশ-শিার্থী সেতুবন্ধন, গড়বে সুন্দর শিাঙ্গন এই শ্লোগানকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়।
দুপুরে সরকারি কলেজ মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্য প্রফেসর মনোয়ারা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্য ড. শংকর কুমার কুন্ডু, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুর রহমান, পুলিশিং কমিটির জেলা সদসদ্য সচিব সামিউল হক লিটন। সভায় সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ মুক্ত নিরাপদ শিাঙ্গন গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে ২৩ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৭-১৮