সদরে সরকারি কলেজে পৌর আওয়ামী লীগ সোনামসজিদে দু’ মনোনয়ন প্রত্যাশির ইফতার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল
ওদুদ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এ্যাড আবু নজর

হোসেন খান বৃটিশ আওয়ামী লীগ নেতা মনিম উদ দৌলা চৌধুরী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন প্রমুখ।
পরে আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দ্বের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা অংশ নেন।
সোনামসজিদের ব্রিগেডিয়ার এনামের ইফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ তালতলা মধ্যবাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে ওই বাজারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজামুল হক রানার

সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশি সাবেক বিদ্যুৎ জ্বালানী প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার এনামুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাকিউর জামান, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি অলিদ হাসান, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইমানী আলী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাদিকুল ইসলাম, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, মুখলেসুর রহমান।
সোনামসজিদে এতিম ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ডাঃ শিমুলের ইফতার
সোনামসজিদ জামে মসজিদ প্রাঙ্গনে এতিম, দু:স্থ, অসহায়, বীর মুক্তিযোদ্ধাদেও নিয়ে ইফতার ও দোয়া মাহফিল

অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হিজবুলাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন প্রত্যাশি ডাক্তার সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম, মিনু হাজী, দূর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা, সহকারী অধ্যাপক কফিল উদ্দিন, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর একরামুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাইরুল ইসলাম, যুবলীগের দপ্তর সম্পাদক সারোয়ার জাহান মুকুল, পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শাহরিয়ার আহমেদ সোহেলসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ভোলাহাট থানা পুলিশের দোয়া ও ইফতার
ভোলাহাট থানা পুলিশ আয়োজিত শুক্রবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। থানা চত্বরে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান, রেশমাতুল আরস রেখা,ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন, নাচোল থানার অফিসার ইনর্চাজ চৌধূরী জোবায়ের আহাম্মদ, ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, অঅরহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও মুসফিকুল ইসলাম তারা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, পিয়ার জাহান,জেলা আ’লীগ সহসভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আ’লীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক, সহসভাপতি ইয়াসিন আলী শাহসহ স্থানীয় সাংবাদিক, সূধীসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৬-১৮

, ,