রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চিত্রাংকন আবৃত্তি ও সংগীতের তিনটি করে বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতা বিচারকে দায়িত্বে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, মনিম উদ দৌলা চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, মেহবুব রাজা, আকতারুজ্জান মন্টু।
বিজয়ীদের আগামী ২৬ জুন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-১৮