অটোরিক্সসহ চোর চক্রের ১০ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টি অটো রিক্সসহ চোর চক্রের ১০ জনকে আটক করেছে পুলিশ। । আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার একবরপুর জাব্বার বিশ্বাসের টোলা গ্রামের ইদু আলীর ছেলে শিমুল রাজু (২১), চানশিকারী খাসেরহাট গ্রামের মুকুলের ছেলে দুলাল (২২), ভবানীপুর (শ্যামপুর) গ্রামের সেতাবুর রহমানের ছেলে রুবেল (২০), একবরপুর ডাক্তারপাড়ার আঃ বারীর ছেলে সেলিম রেজা (৩৫), আইড়ামাড়ী বিনোদপুর গ্রামের মন্টুর ছেলে রানা (২২), মনাকষা টোকনার আফসার হোসেনের ছেলে নাসির উদ্দিন (২২), একই গ্রামের আস্তার আলীর ছেলে শামীম রেজা (২২), রাজশাহী বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনীর লুৎফর রহমানের ছেলে ওমর ফারুক (৩০), মৃত বাতু শেখের ছেলে লিটন (২৬) ও লাল চানের ছেলে রাজু (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আটকৃতরা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হতে অটো চুরি করে বিক্রয় করে থাকে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা অটোচোর চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৮
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আটকৃতরা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হতে অটো চুরি করে বিক্রয় করে থাকে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা অটোচোর চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৮