শিবগঞ্জে ১৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দকৃত ১৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব প্রতিষ্ঠানের মাঝে চেক তুলে দেন শিবগঞ্জের কৃতি সন্তান ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম, বার পিপিএম। এতে সভাপতিত্ব করেন গুলনাহার কশিমুদ্দিন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ওয়াক্তিয়া ও জামে মসজিদ ৭৬টি, মন্দির ১৭টি, ঈদগাহ্ ৫টি, নূরানী মাদ্রাসা ১৫টি, হাফিজিয়া মাদ্রাসা ৪টি, ইসলামী পাঠাগার ৩টি ও ১০ অসহায় দুস্থ পরিবার। মোট ২৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৮-০৬-১৮

,