শিবগঞ্জে পারঘোড়াপাখিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারঘোড়াপাখিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পারঘোড়াপাখিয়া চকের হাটে বৈকালী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন করেন সংস্থার সভাপতি নজরুল ইসলাম দুলাল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য আলম আলী, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফ খান তোতা, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হক, হুমায়ন কবির, শাহজাহান আলী, রফিকুল ইসলাম। সূর্য তরুণ ক্রিকেট একাদশ বনাম রয়েল ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশ নেয়। শেষ রানারআপ ও চ্যাম্পিয়নের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
টুর্নামেন্টে ১০টি দল অংশ গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রিড়া প্রতিবেদক/ ২১-০৬-১৬
টুর্নামেন্টে ১০টি দল অংশ গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রিড়া প্রতিবেদক/ ২১-০৬-১৬