সোনামসজিদ তোহখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ তোহখানা মাজার কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে মাজার কমিটির সভাপতি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এরশাদ আলী খান বলেন- তোহখানা মসজিদে স্থায়ী ভিত্তিতে ইমাম নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে মসজিদে আগত সকল মুসল্লীর জন্য রমজান মাসে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। তিনি উপস্থিত মুসল্লীদের পাক কালাম ফাতেহা শরীফ পাঠ করান। এছাড়া সকল ভেদাভেদ ভুলে রমজানের পবিত্রতা রা করার জন্য মুসল্লীদের প্রতি আহবান জানান। শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে এমপি গোলাম রাব্বানী আগত সকলকে সঙ্গে নিয়ে হযরত শাহ নেয়ামতুল্লাহ মাজার জিয়ারত করেন। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস, আইনজীবী অ্যাডভোকেট আফসার আলী, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাদিকুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক সেনাউল ইসলাম, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু, শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৯-০৫-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৯-০৫-১৮