বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। এবারের প্রদিপাদ্য বিষয় “সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি”।
বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রশাসকের কার্যালয় চত্ব্র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার লক্ষণ চন্দ্র দাস।
সভায় সরকারি, বেসরকারি ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৫-১৮