আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

“নার্সদের আওয়াজ, স্বাস্থ্য মানুষের অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শনিবার আন্তর্জাতিক¦ নার্সেস দিবস  উপলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁরপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটের আয়োজনে নার্সিং ইন্সটিটিউট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে একই স্থানে এসে এক আলোচনাসভায় মিলিত হয়। নার্সিং ইন্সটিটিউটের ইনস্ট্রাক্টর মতিয়ারা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন, নার্সিং সুপারভাইজার মরিয়ম খাতুন, জেলা পাবলিক হেলথ নার্স শিশ মোহাম্মদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক হচ্ছেন ফোরেন্স নাইটিংগেল। তিনি ছিলেন খুব দয়ালু ও øেহপূর্ণ মনের অধিকারী। তার আদর্শকে বুকে ধারণ করে নিজেকে নার্সিংয়ের কৌশল ও জ্ঞানে দ করে তুলতে হবে। পরে, কেক কাটেন এবং শেষে হাসপাতালে রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৮