নানা আয়োজনে জেলাজুড়ে মহান শ্রমিক দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার  জেলা প্রশাসন, জেলা শ্রমিকলীগ, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক ট্রেড ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক সমিতি, স্বর্ণকার কর্মচারী সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরেট শিশু পার্কে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের আরামবাগস্থ সংগঠনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্য প্রফেসর দাউদ হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, অলিম্পিক সিমেন্টের আঞ্চলিক ব্যবস্থাপক মিরাজ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
 হোটেল শ্রমিক কল্যান পরিষদ
দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যান ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রমিক নেতা আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান।
পৌর অটো সমিতির
পহেলা মে, মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলে র‌্যালি ও আলোচনা সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর অটো সমিতি। পৌর অটো সমিতির আয়োজনে মঙ্গলবার সকালে সমিতির প্রধান কার্যালয় শান্তিমোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে অটো সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

শিবগঞ্জ 
 আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলে সকালে শিবগঞ্জের রানিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের এক সমাবেশ ও মটর সাইকেল শোভাযাত্রার বের করা হয়।
সমাবেশে বক্তরা বলেন, ১ মে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। এদিনে শ্রমিকদের কোনো কাজ নয়, আনন্দের দিন। এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন শুরু কবলে পুলিশ তাদের উপর গুলি চালায়। শ্রমিকদের রক্তের বিনিময়ে এ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। পরে মটরসাইকেল শোভাযাত্রাটি রাণীহাটি বাজার থেকে শুরু করে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শিবগঞ্জ উপজেলা ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
নাচোল 
 আমাদের নাচোল প্রতিবেদক জানান শ্রমিক-মালিক ভাই ভাই,সোনার বাংলা গড়তে চাই এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

গোমস্তাপুর 

আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান গোমস্তাপুরে বিভিন্ন সংগঠনের নানান কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত হয়। এ উপলক্ষেন সকাল ৮টায় গোমস্তাপুর উপজেলা কুলি শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্দ্যেগে রহনপুর বাজার তুলাপট্রি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অপরদিকে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে আরেকটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রাইহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান  বাইরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা কুলি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি নাঈম আলী, সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম সেলু প্রমুখ।
ভোলাহাট 
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান জাতীয় শ্রমিক লীগ ভোলাহাট উপজেলা শাখা মঙ্গলবার বেশ কিছু কর্মসূচীর মধ্যদিয়ে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালন করেছে। ভোলাহাট মোহবুল্লাহ  কলেজ মাঠে সকাল ৮টায় পতাকা উত্তোলন, সোয়া ৮টায় দোয়া ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভোলাহাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট উপজেলা আ’লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এমপি মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর আলঃ নুরুল হক, গোমস্তাপুর উপজেলা যুলীগ সভাপতি রাশেদুল ইসলাম, ভোলাহাট যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু, ভোলাহাট উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফিরোজ আলম তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহালত আশরাফুল হক, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিমসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৮