নাচোলে মাদক সেবন ও বিক্রয়ের দায়ে ৫জন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা পুলিশের বিষেশ অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তিরা হলেন, নাচোল পৌর এলাকার মাদ্রাসা মহল্লার হাবিবুর রহমানের ছেলে রবিউল(৪৭),উপজেলার ফতেপুর ইউনিয়নের কুসমা ডাঙ্গা গ্রামেরে ইমরান আলির ছেলে গোলাম আযম(২৪), তাজেমুল হকের ছেলে রুবের ইসলাম(৩২) আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা ওরুফে দলিপ(৩৪) ও চাঁনপাড়া গ্রামের এনামুর হকের ছেরে শরিফ(৪০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, রবিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে নাচোল মাদ্রাসার পেছন থেকে রবিউল ইসলাম, কুসমা ডাঙ্গা গ্রাম থেকে গোলাম আযম, রুবেল ইসলাম ও মাসুদ রান দিলিপকে আটক করে । এছাড়া মাদক বিক্রয়ের অভিযোগে চাঁন্দ পাড়া গ্রামের শরিফকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ । আটক কৃতদেরকে সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ২৮-০৫-১৮

,