ভারতীয় কিশোরের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে নদীতে ভেসে আসা এক ভারতীয় কিশোরের লাশ বৃহস্পতিবার বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। দুপুরে বাঙ্গাবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি জানায় বুধবার গোসল করতে নেমে ওই ভারতীয় কিশোর নিখোঁজ হয়। বিষয়টি বিএসএফ বিজিবিকে অবহিত করে।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাঙ্গাবাড়ী সীমান্তের ভবানীপুর এলাকায় মহানন্দা নদীতে ওই ভারতীয় কিশোরের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি বিষয়টি নিশ্চিত হয়ে বিএসএফকে অবহিত করলে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ২৪-০৫-১৮

,