মুক্তির জন্য দোলনা উপহার

চলতি বছরের ১২ মার্চ সোমবার ভূমিষ্ট হওয়া নাম পরিচয়হীন বুদ্ধিপ্রতিবন্ধীর কন্যার আকিকাহ্ সম্পন্ন শেষে এবার নবজাতক শিশু মমতাজ মহল মুক্তির জন্য দোলনা উপহার দিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের ব্যক্তিগত উদ্যোগে বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের দুরুল হোদার স্ত্রী নাসিমা বেগমের হাতে এ দোলনা উপহার দেন তিনি। এরআগে ৩ এপ্রিল শিবগঞ্জ অফিসার্স কাবের উদ্যোগে মুসলিমপুর গ্রামের দুরুল হোদার স্ত্রী নাসিমা বেগমের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ আকিকাহ্ দেয়া হয়। আকিকাহ্’র মাধ্যমে পুরো নাম রাখা হয় মমতাজ মহল মুক্তি। এছাড়াও উপজেলা প্রশাসনের সহায়তায় দুটি ছাগল জবেহ করে স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং প্রায় শতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়। সেখানে যোগদেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিবগঞ্জ প্রেসকাবের প্রতিনিধি, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রসঙ্গত, গেল ১২ মার্চ সোমবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফুট ফুটে কণ্যা সন্তানের জন্ম দেন নাম না জানা এক পাগলি। ৩৫ বছর বয়স্ক একজন নারী সম্প্রতি শাহবাজপুর ইউনিয়নের মুসিলমপুর এলাকায় ঘোরাফেরা করে। ওইদিন ভোরে ওই এলাকার একটি কুড়ে ঘরে পাগলি প্রসব বেদনায় ছটপট করতে থাকে। বিষয়টি স্থানীয় নাসিমা ও সামসুন্নাহার নামে দুই মহিলা দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে স্বাভাবিক ভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে অবহিত করা হয়। পরে খবর পেয়ে সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস তাৎণিক হাসপাতালে গিয়ে নবজাতক ও মায়ের খোঁজ খবর নিয়ে চিকিৎসা খরচ বাবদ তিন হাজার টাকা প্রদান করেন এবং উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামকে অবহিত করেন। শিবগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার শফিকুল ইসলাম পাগলি ও নবজাতক কে তার বাসায় নিয়ে কোলে তুলে নেন। এসময় তিনি নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও তিনি নবজাতক এবং পাগলিটি যেন নিরাপদে বসবাস করতে পারে একটি জমি দেখে ঘর বানিয়ে দেয়ার আশ্বাস দেন। নবজাতক এবং তার মা বর্তমানে মুসলিমপুর গ্রামের মুসলিমপুর গ্রামের দুরুল হোদার স্ত্রী নাসিমা বেগমের কাছে রাখা হয়েছে। শিশুটির জন্মের কয়েকদিন পরেই এলাকা ছেড়ে চলে গেছে ওই বুদ্ধি প্রতিবন্ধী নারী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৬-০৪-১৮

,