নাচোলে গ্রাম্য ডাক্তারকে অপহরণের সাড়ে ৪ ঘন্টা পর শিবগঞ্জ থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক গ্রাম্য পশু ডাক্তারকে মাইক্রোবাসযোগে অপরহণের প্রায় সাড় ৪ ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করেছে। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে  উদ্ধার করা হয়। অপহরণের শিকার গ্রাম্য পশু ডাক্তারের নাম আজিজুর রহমান (৪০)। সে নাচোলের নাসিরাবাগ গ্রামের কসিরুদ্দিনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার সময় নাচোল পৌর এলাকার উত্তর সাকোপাড়া থেকে আজিজুরকে অপহরণ করে শিবগঞ্জ গোয়াবাড়ি  গ্রামের কাউসার, সেরাজুল, আজিজুর, শাহজাহান ও রুবেল। তারা আজিজুরকে অপহরণ করে নিয়ে গিয়ে একটি স্থানে দীর্ঘক্ষণ আটক করে রাখে। এঘটনায় আজিজুরের পরিবার নাচোল থানা পুলিশের কাছে অভিযোগ করলে নাচোল থানার দারোগা মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অপহরণ কারীরা পুলিশের অভিযান টের পেয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদে আজিজুরকে রেখে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ আজিজুরকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৮

,