এবছর শিল্পকলা একাডেমির গুণিজন সম্মাননা পেলেন ৫ জন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এবছর জেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ৫জনকে গুণিজন সম্মাননা প্রদান করেছে। এটি শিল্পকলা একাডেমির ৫ম বারের মত আয়োজন।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর দাউদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচালাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল। এবার  সংস্কৃতি বিষয়ে গবেষণায় ড. মাযহারুল ইসলাম তরু, কণ্ঠ সংগীতে নাজিম উদ্দীন, আবৃত্তিতে রোকশানা আহমেদ, লোকসংস্কৃতি আলকাপ গানে জয় চাঁদ কুমার পাল ও যন্ত্রসংগীত (তবলা ) আবুল কাসেম অনুকে সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রত্যাশা করা হয় সমাজে গুণীদের আলোয় আলোকিত হোক নতুন প্রজন্ম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৪-১৮