বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে এক এ্যাডভোকেসীসভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “কার্যকর টিকা, সকলের সুরক্ষা”। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল  আতাতুর্ক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম।
প্র্রজেক্টরের মাধ্যমে টিকার বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাঁপাইনবাবগঞ্জের সার্ভিল্যান্স অফিসার ডা. নুুরুল ইসলাম।
সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, বাদপড়া সকল শিশুদের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলেই, সকল শিশু হামসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে এবং সকল শিশুই সুরক্ষিত থাকবো। এজন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জিন্নাত আরা হক, ডা. নাসরিন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৫-০৪-১৮