চলে গেলেন ইকবাল মাহমুদ খান খান্না

চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঠালবাগিচার মরহুম ফজলুর রহমান ফজু খানের সন্তান প্রবীণ আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ খান খান্না মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের পুরাতন বাজারস্থ তাঁর চাচার বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
প্রয়াত ইকবার মাহমুদ খান খান্না দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। দলীয় সূত্র জানায় আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালনকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে আওয়ামী লীগের বহু সাংগঠনিক কর্মসুচি তাঁর হাত দিয়েই বাস্তবায়ন হতো। রাজনীতির পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠকও ছিলেন।
ইকবাল মাহমুদ খান খান্না চাঁপাইনবাবগঞ্জ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও ফকিরপাড়া গোরস্থান কমিটির সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৮