বারঘরিয়ায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন শাখার উদ্বোধন

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অর্ন্তগত বারঘরিয়া শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে বারঘরিয়া বাজারে নতুন শাখার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবুল বাশার, বারঘরিয়া ইনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের, ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সভাপতি মতিউর রহমান, সাধারণ

সম্পাদক আব্দুল কাইয়ুম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম মিনহাজ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো।

অনুষ্ঠানে বারঘরিয়া এলাকার নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬০ সদস্যের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়। পরে ইনসাব বারঘরিয়া শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৮