ভোলাহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে প্রশাসন ও পুলিশের একটি যৌথ টিম উপজেলার মুশরীভূজা বাজারের পূর্বদিকে রাস্তার পাশে সরকারী জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা ধান-চালের গোডাউন উচ্ছেদ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েশ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আমিমুল এহসান জানান, উপজেলার চামামুশরীভূজা গ্রামের মাহাতাব আলীর ছেলে হারুন আলীকে পরপর ৩ বার অবৈধ স্থাপনা অপসরণের নোটিশ দেয়া হলেও সে নিজেকে থেকে অপাসরন করেনি। বাধ্য হয়ে সরকারী নিয়মানুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া স্থাপনার বিভিন্ন উপকরণ তাৎণিক ঘটনা স্থলে প্রকাশ্যে নিলামে মাধ্যমে ১৫ হাজার ৬০০ টাকায় স্থানীয়দের মাঝে বিক্রয় করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৩-১৮

,