আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠন নানান কর্মসুচি পালন করেছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। । ‘সময় এখন নারীর-উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবন ধারা’ শ্লোগানে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা । এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মিনহাজুল ইসলাম, পৌরসভার সচিব মামুনুর রশিদসহ পৌর কাউন্সিলরবৃন্দ ও নারী কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিকে, সচেতন নাগরিক কমিটির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য সাইফুল ইসলাম, সহ-সভাপতি গোলাম ফারুক মিঠুন, সদস্য উম্মে সালমা হ্যাপী, স্বজন সদস্য নইমুল বারী, এনজিও কর্মী তৌহিদা খাতুন, ব্র্যাক প্রতিনিধি শাহনুর সুলতান। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসুচিতে নারী নেত্রীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
গোমস্তাপুর
আমাদের  গোমস্তাপুর প্রতিবেদক জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সংসদ সদস্য গোলাম মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি রহনপুর পৌর এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিন্টু বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, গোমস্তাপ্রু ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৩-১৮

,