তিন দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

সকালে তিন দিনব্যাপি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, বালুগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক আসলাম কবির, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক হাসিনুর রহমান, চরমহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক রফিকুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোস্তফা কামাল।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে। এতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত নতুন নতুন উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৩-১৮