বারঘরিয়ায় গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে শুরু হয়েছে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার বিকেলে শান্ত ছেলে ক্রিকেট একাদশের আয়োজনে টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশগ্রহণ করছে।
বারঘরিয়া ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন সামিউল হক লিটন, বারঘরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন, সমাজ সেবক জালাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় শোভা ফার্ম বনাম বন্ধু মিশন ক্রিকেট দল অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০৩-১৮