ভাট ফুল
ভাট ফুল, এর অন্য নাম ঘেটু ও বনজুঁই।ইংরেজী নাম Hill
glory flower, verbenaceae পরিবারের এ
উদ্ভিদের বৈজ্ঞানিক নাম: Clerodendrum infortunatum L. সমনাম Clerodendrum viscosum Vent.
ভাট
ফুল ছোট আকৃতির নরম শাখা প্রশাখা বিশিষ্ট ঝোপ জাতীয় গাছ। ছোট আকৃতির গাছে তোড়ার মতো ফুল ফুটে থাকে।এই বুনো
ফুলের সৌন্দর্য এ সময়
প্রকৃতি
প্রেমীদের সহজেই আকৃষ্ট করে।ছবিটি ২ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ
উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে নেয়া। ছবি: রবিউল হাসান ডলার
চাঁপাইনবাবগঞ্জ নিউজ