এখনও খাড়ির পানি গৃহস্থালির কাজে

একসময় বরেন্দ্র অঞ্চলের অন্যতম জলাধার ছিল খাড়ি।  এই খাড়ির পানি চাষাবাদসহ গৃহের বিভিন্ন কাজে ব্যাবহার হত।এখনও কোন কোন এলাকায় নারীরা রান্নার কাজে ব্যাবহার করে খাড়ির পানি।  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিলবৈলঠা গ্রামের তিন আদিবাসী নারী রান্নার কাজে ব্যাবহারের জন্য বাবুডাইং এলাকার একটি খাড়ি থেকে কলসে পানি নিয়ে বাড়ি ফিরছেন।  ছবিটি সম্প্রতি বাবুডাইং এলাকা থেকে তোলা । ছবি তুলেছেন প্রকৃতিবন্ধু রবিউল হাসান ডলার