স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতকারি বখাটে মনিরুল অবশেষে আটক

হামলার প্রায় ৯ ঘন্টার মাথায় অবশেষে আটক হয়েছে বখাটে মনিরুল। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ তাকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ' ছুরিকাঘাতের ঘটনার পর থেকেই পুলিশ মনিরুলকে আটকের জন্য অভিযান শুরু করে। নির্ভরযোগ্য সোর্স থেকে নিশ্চিত হবার পর পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে মনিরুলকে আটক করে' ।
তিনি জানান, মনিরুলকে সদর থানায় নিয়ে আসা হয়েছে।
এরআগে মনিরুলের স্ত্রী ও দুই বোনকে আটক করেছিল সদর থানা পুলিশ। ওসি জানান, যেহেতু মনিরুল আটক হয়েছে সেহেতু তাদের ব্যাপারে পরে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, পুর্বশত্রুতার জের ধরে এই হামলা। হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৩-১৮