শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জমিনপুরের একটি আম বাগান থেকে রবিবার ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক যুবককের আটক করেছে বিজিবি। আটককৃত যুবক হলো চাঁপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নাধীন কালিগঞ্জ গ্রামের মৃত ভুলু মিঞার ছেলে মাসুদ রানা (৪৫)।
বিজিবির ৫৯ ব্যাটালিয়রেন  একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১টার দিকে কিরনগঞ্জ বিওপির কমান্ডার নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল  উপজেলার  কিরণগঞ্জ বিওপির মেইন পিলার ১৭২/৪ এস হতে বাংলাদেশ অভ্যন্তরে ২০০ গজ ভিতরে জমিনপুরের একটি আম বাগান অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ মাসুদকে হাতেনাতে আটক করে।  এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৫-০২-১৮

,