গ্রামীণ নারী শ্রমিকদের সঞ্চয়ের ৫৩ লাখ টাকা ফেরত প্রদান

গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে রুরাল এমপ্লয়েমেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক সংস্কার কাজে নিয়োজিত নারী শ্রমিকদের সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য আব্দুল ওদুদ আনুষ্ঠানিকভাবে নারী শ্রমিকদের সঞ্চয়ের টাকার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ববধানে প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪০ জন নারী শ্রমিককে প্রত্যেকে ৩৭ হাজার ৯৫০ টাকা করে মোট ৫৩ লাখ ১৭ হাজার ৩৪০ টাকার চেক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৮