ভোলাহাটে ৪টি বিদেশী পিস্তলসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড় জামবাড়ীয়া গ্রামে মঙ্গলবার ৪টি বিদেশী পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২০টি রাউন্ড গুলিসহ একহনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে উপজেলার দানিয়ালপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মিলন মিয়া (১৯)। এ সময় মিলনের কাছ থেকে ১টি স্যাম্ফনী মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
ভোলাহাট থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র্যাবের একটি দল বড় জামবাড়ীয়া গ্রামে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ মিলনকে আটক করে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দিন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২০-০২-১৯
ভোলাহাট থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র্যাবের একটি দল বড় জামবাড়ীয়া গ্রামে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ মিলনকে আটক করে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দিন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২০-০২-১৯