অবশেষে তালা খুলেছে বিএনপি অফিসে ❀ সিমিত পরিসরে প্রতিবাদ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে উদ্ভুত পরিস্থিতে তালাবদ্ধ শহরের পাঠানপাড়াস্থ বিএনপি অফিসের তালা অবশেষে খুলেছে। মামলার রায় ঘোষণার পর কেন্দ্রীয় ঘোষিত শুক্রবারের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে অনুষ্ঠিত না হলেও শনিবার সিমিত পরিসরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশ আয়োজন উপলক্ষে খোলা হয়েছিল তালা। তবে দুপুরের পর আবারও অফিস তালাবদ্ধ হয়েছে।
বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে ব্যাপকহারে নেতাকর্মীদের আটকের ঘটনায় আত্মংকিত হয়ে পরে স্থানীয়

নেতাকর্মীরা। আটক এড়াতে শীর্ষনেতারা আত্মগোপনে চলে যান। উদ্ভুত পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলই অনুষ্ঠিত হয়নি। এই মিছিল করতে না পারলেও শনিবার বিএনপি’র স্থানীয় কয়েকজন নেতা প্রতিবাদ সমাবেশ কর্মসুচির আয়োজন করে। বেলা ১১টার দিকে হাতেগোনা কয়েকজন নেতাকর্মী পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। দলীয় কার্যালয় খুলে কিছুক্ষণ অবস্থান গ্রহণের পর শুরু কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ। প্রথমে ব্যানারবিহীনভাবে সমাবেশ শুরুর পর যুক্ত হয় প্রতিবাদ সমাবেশের ব্যানার। সিমিত পরিসরের এই সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের

সাধারণ সম্পাদক এ্যাড নুরুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক  ফারুক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মিম ফাজলে আজিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা তাসেম আলী, আ.ক.ম শহীদুল আলম বিশ্বাস পলাশ, যুবদল নেতা নজরুল ইসলাম।
বক্তারা মামলার রায়কে সাজানো রায় উল্লেখ করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
এদিকে সকাল থেকেই বিএনপি কার্যলয়ের সামনে বেশ কিছু পুলিশ মোতায়েন ছিল। সমাবেশ শুরুর আগে র‌্যাব পুলিশসহ আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা ওই এলাকায় টহল দিয়েছেন।

ভোলাহাটে প্রতিবাদ সভা
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে ভোলাহাটের মেডিকেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি শাখার সিনিয়ার সহসভাপতি মাতাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মোবাইলে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সহসভাপতি উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, জেলা সহ সংগঠনিক সম্পাদক ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, উপজেলা বিএনপি সহসভাপতি ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা নেত্রী রেশমাতুল আরশ রেখা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুবদল উপজেলা শাখার সভাপতি বেলালউদ্দিন, সাধারণ সম্পাদক মন্সুর আলী, সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম, ছাত্রদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও মহিলা নেত্রী শাহানাজ খাতুনসহ অন্যরা।
বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০২-১৮

,