রক্ত কাঞ্চন বসন্তের ফুল

রক্ত কাঞ্চন বসন্তের ফুল।সৌন্দর্যে অতুলনীয়। কাঞ্চন পত্রমোচি। শীতের শেষেই পাতা ঝরে যায়, আর বসন্তের শুরুতে নিষ্পত্র শাখা জুড়ে ফুল আসে।এর মেজেন্টা রং প্রকৃতিতে আনে এক অন্যরকম সৌন্দর্য।সৌন্দর্যের জন্য কাঞ্চনের সমাদর ব্যাপক। রক্ত কাঞ্চন আমাদের দেশে রুপসী তরুদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারির। Fabaceae পরিবারের অন্তর্গত রক্ত কাঞ্চনের
ইংরেজী নাম Mountain Ebony, orchid tree, camel's foot tree, বৈজ্ঞানিক না Bauhinia variegata (L.) Benth.
ছবিটি ১৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিলবৈলঠা গ্রাম থেকে ছবিটি তুলেছেন সাংবাদিক রবিউল হাসান ডলার
চাঁপাইনবাবগঞ্জ নিউজ