৭ ও ৮ মার্চ হরিমোহনে অনুষ্ঠিত হবে পরিবার পরিকল্পনা মেলা

এসবিসিসি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা মেলায় আয়োজনের প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁপাইনববাগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।  সভায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা শিশু বিষযক কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক ফাজলে রাব্বী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগম, ডা. ময়েজ উদ্দীন, ডা. আনোয়ার জাহিদ রুবেল, ইউনিসেফের মেডিক্যাল অফিসার আবু সায়েম অংশ নেন।
আগামী ৭ ও ৮ মার্চ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য মেলার  ২০টি স্টলে পরিবার পরিকল্পনার সাফল্যসহ বিভিন্ন উপকরণ তুলে ধরা হবে। মেলায় রচনা, বির্তক ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনেরও সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৮