শিবগঞ্জ সীমান্তে বিজিবির ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবিব। ৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এস.এম আবুল এহসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের মাসুদপুর বিওপি ক্যাম্পের নায়েক মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তারাপুর মাঠে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০২-১৮