২১ ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহদুল হাসান। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, এন.এস.আই’র উপ-পরিচালক শামসুজ্জোহা, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রহমতুল্লাহ, জেল সুপার শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিব, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার রুমী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার।
সভায় পূর্বের বছরগুলোতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের সিদ্ধান্ত থাকলেও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে নতুনভাবে নির্মিত শহীদ মিনারে জেলার কেন্দ্রীয় ভাবে এবছর পুস্পার্ঘ অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে দিনব্যাপি নানান কর্মসুচি গ্রহণ করা হয়। গ্রহণ করা কর্মসুচি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন উপ কমিটিও গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০২-১৮